বিশ্বনাথ নিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে যথাক্রমে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ নেওয়াজ চৌধুরী সেলিম প্যানেল চেয়ারম্যান (১), ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খালেদ মিয়া প্যানেল চেয়ারম্যান (২) ও ৭,৮, ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ রোজিনা বেগম প্যানেল চেয়ারম্যান (৩) নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যালটের মাধ্যমে ইউপি সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ নেওয়াজ চৌধুরী সেলিম প্রাপ্ত ভোট সংখ্যা ৪ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফজর আলী ফজর প্রাপ্ত ভোট সংখ্যা ৪ এ সমান হওয়ায় পুর্বের সিদ্ধান্ত অনুযায়ী লটারীর মাধ্যমে শাহ নেওয়াজ চৌধুরী সেলিম প্যানেল চেয়ারম্যান (১) নির্বাচিত হয়েছেন।
এছাড়া ৬ ভোট পেয়ে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খালেদ মিয়া প্যানেল চেয়ারম্যান (২) ও ৭ ভোট পেয়ে ৭,৮, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিলা ইউপি সদস্য মোছাঃ রোজিনা বেগম প্যানেল চেয়ারম্যান (৩) নির্বাচিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়াম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা উপসহকারী কুষি অফিসার তানজীদ মাসুম, ইউপি সচিব অশোক বৈদ্য প্রমুখ।