নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী স্টেশন বাজার এজেন্ট আউটলেটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক মুহিব উল্লাহ ভূঁইয়া।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাজাঞ্চী স্টেশন বাজার এজেন্ট আউটলেট (মেসার্স মিলাদ এন্টারপ্রাইজ) এর সত্ত্বাধিকারী এমদাদুর রহমান মিলাদের সভাপতিত্বে ও আউটলেটের ইনচার্জ আব্দুল কাহারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী ও ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার জিবি ইনচার্জ মো. বুরহান উদ্দিন। গ্রাহকদের পক্ষ হতে বক্তব্য রাখেন মোস্তাক আহমদ মুস্তফা ও প্রবাসী রইছ আলী। অনুষ্ঠানের শুরুরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবির মিয়া।
ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।