Search
Close this search box.

বিশ্বনাথে শিক্ষক কবির উদ্দীন সংবর্ধিত

কবির উদ্দীন
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি কবির উদ্দীনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’ বিশ্বনাথ উপজেলা শাখার যৌথ উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলার বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সভাপতি বশির আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি ও বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির উদ্দীন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি নূরুজ্জামান খানের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ আজিজ জগলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নিশি কান্ত পাল, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সহ সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল।

বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজ আলী, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, প্রধান শিক্ষক আবুল কাহার, সামিয়া বেগম, আবুল হোসাইন হেলালী, নূর হোসেন তালুকদার, বিধান চন্দ্র দাশ, মনোয়ারা বেগম, অনিমা রাণী দাশ, লিলি রাণী দে, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলী, সঞ্চিত দেব, হিরেন্দ্র কুমার দাশ, শাহীন আহমদ, মোজাম্মেল আলী, নূরতাজ আরা জাহান শান্তা, আব্দুস শহিদ, সুহেল মিয়া, মোজাম্মল হক, কয়েছ মিয়া, শেলিনা আক্তার, নমিতা রাণী দাশ।

অনুষ্ঠানের শুরতে কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আবু সায়েম, গীতাপাঠ করেন জেলা শাখার সদস্য সঞ্জিত পুরকায়স্থ ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি কৃষ্ণ কান্ত মালাকার।
সভায় বক্তারা সংবর্ধিত অতিথির দীর্ঘায়ু ও অবসরকালীন জীবন শান্তির হউক ওই কামনা করে নিজেদের বক্তব্য রাখেন। অন্যদিকে সংবর্ধিত অতিথির বক্তব্যে কবির উদ্দীন ‘বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতি’র আদর্শকে আরো সমুন্নত করার আহবান জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত