বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে দুই দিন ব্যাপী বেসিক ও ফাস্ট এইড ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বালাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহযোগিতায় ট্রাস্টের কার্যালয়ে এই ট্রেনিং অনুষ্ঠিত হয়। ট্রেনিং শেষে শনিবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সংগঠক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মো. মিছবাহ উদ্দিন, প্রাইম ব্যাংক ইসলামিক ডিভিশনের ভাইস চেয়ারম্যান ও আম্বরখানা শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান পলাশ গুন।
অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উপ যুব প্রধান বদরুল আজাদ শুভ ও যুব সদস্য ইমাজ উদ্দিন।