সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের এক সভা বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে পৌর শহরের নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের ২০২৩-২৫ অর্থ বছরের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক যুগান্তরের বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলী’কে সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল’কে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বিশ্বনাথ প্রতিনিধি আব্দুস সালাম’কে কোষাধ্যক্ষ করে করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহসভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা (সকালের সময়), দপ্তর ও প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), সদস্য এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), মিসবাহ উদ্দিন (আমার সংবাদ), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।