বিশ্বনাথ নিউজ২৪ ::: কাল ১৭ জুলাই অনুষ্ঠেয় সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস) পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ৪ নেতাকে আজীবনের জন্য বহিস্কার করেছে বিএনপি। রবিবার (১৬ জুলাই) বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ৪ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।
বহিস্কৃত নেতারা হলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি ও অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল ইসলাম রুহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বশির আহমদ, উপজেলা বিএনপির তথ্য-গবেষণা সম্পাদক ও দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খায়রুল আমীন আজাদ এবং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফেজ মো. আরব খান।