নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আসন্ন অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) নাজমুল ইসলাম রুহেলের চশমা প্রতিকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ জুলাই) রাতে ইউনিয়নের টেংরা গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
টেংরা গ্রামের বিশিষ্ট মুরব্বী আবুল মালিক আবুল মেম্বারের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা আমির আলী ও ইউকে-বাংলা লালাবাজারের মডারেটর ফেরদৌস মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) নাজমুল ইসলাম রুহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, সমাজসেবক আলাউদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য হিরন মিয়া, সমাজসেবক ফারুক আহমদ। বিভিন্ন ওয়ার্ডের পক্ষে বক্তব্য রাখেন লিয়াকত আলী, আজম আলী, চমক আলী, আমির আলী, গোলাপ মিয়া, বাবুল মিয়া, মইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুসলিম আলী, কাজী আবদুল হাই, ফারুক মিয়া, সোনা মিয়া, আনিছ আলী, আতিকুর রহমান প্রমুখ। বৈঠকে নানা শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।