বিদেশে স্থায়ীভাবে অবস্থান করায় বিশ্বনাথ উপজেলা ছাত্রদল থেকে তিন শীর্ষ নেতা স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে তারা ইতোমধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবরে সংগঠন থেকে অব্যাহতি চেয়ে পত্র পাঠিয়েছেন। অব্যাহতি নেয়া ছাত্রনেতারা হলেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, আবদুস সালাম জুনেদ ও আবদুল তুহিন কালাম।
পৃথক পৃথক অব্যাহতিপত্রে তারা উল্লেখ করেন, ‘সাংগঠনিক দায়িত্ব পালনরত অবস্থায় পারিবারিক সিদ্ধান্তে সদূর যুক্তরাজ্যে চলে এসেছি। যে কারণে দলীয় পদ থেকে অব্যাহতির আবেদন করছি। আমাদের দল যখন গণতন্ত্রের স্বাদ গ্রহণের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময়ে সহযোদ্ধাদের গণতান্ত্রিক আন্দোলনে রেখে বিদেশে চলে আসাটা অত্যন্ত বেদনাদায়ক। দেশে থাকাবস্থায় দলের সকল কার্যক্রমে অংশগ্রহণ ও সেগুলো সফলের চেষ্টা করেছি। যেহেতু বিদেশে চলে এসেছি, সেহেতু পদ শূন্য হওয়ায় সেই পদে দায়িত্ব পালনের জন্যে অনেক সহযোদ্ধা অপেক্ষায় আছেন। সেই পদে সহযোদ্ধাদেরকে দায়িত্ব প্রদানের বিশেষ অনুরোধ জানিয়ে অব্যাহতি নিচ্ছি। সেই সাথে অঙ্গিকার করছি, যুক্তরাজ্যে যেহেতু আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম রয়েছে, সেহেতু এখানেই দলীয় কার্যক্রমে অংশগ্রহণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।’-প্রেসবিজ্ঞপ্তি