বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথের জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী দেবশ্রী দে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’র ‘গল্প বলা’ ইভেন্টে জাতীয় পর্যায়ে ২য় হয়েছে। রোববার (৪ জুন) সকালে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক শিক্ষা পদকের ‘গল্প বলা’ ইভেন্টে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে সে ২য় স্থান অধিকার করে সে।
দেবশ্রী দে বিশ্বনাথ পৌর এলাকার পূর্ব কাউপুর (গঙ্গাধরপুর) গ্রামের সজল কান্তি দে ও রুপা রাণী দে দম্পতির একমাত্র কন্যা। জাতীয় পর্যায়ে ২য় হওয়ার পূর্বে সে জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়।
প্রাথমিক শিক্ষা পদকের ‘গল্প বলা’ ইভেন্টে জাতীয় পর্যায়ে দেবশ্রী দে’র ২য় স্থান অধিকার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথের জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমর চন্দ্র দাশ।