বিশ্বনাথনিউজ২৪ :: সামাজিক সংগঠন ‘মনোতৃপ্তি’র উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগিতায় ইসলামিক সাধারণ জ্ঞান ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ মে) সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাহিত্য আসরে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানি।
মনোতৃপ্তি’র সভাপতি দিলওয়ার হোসাইন মাছুমের সভাপতিত্বে ও সদস্য শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ছালিম, ব্যবসায়ী হাফিজুর রহমান। বক্তব্য রাখেন শিক্ষার্থী নাজিম রানা ও জুবায়ের আহমেদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছালিক আহমদ।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন ও অর্থ সম্পাদক নাঈম ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।