Search
Close this search box.

সিসিক নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সিসিক নির্বাচনে
সিসিক নির্বাচনে
Facebook
Twitter
WhatsApp

সিসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুীসহসহ ছয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

২৫ শে বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিস অডিটোরিয়ামে নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই করার পর তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোঃ ফয়ছল কাদের।
নোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল,ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী সালেহ উদ্দিন রিমন ও জাকের পার্টির জহিরুল আলম।

সিসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমাদান কারী ১১ জনের মধ্যে আজ ৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে । অবৈধ ঘোষিত প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার বরাবরে আপিল করতে পারবেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ লা জুন।

সিসিক নির্বাচনে এবার ৪২ ওয়ার্ড মিলে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও মহিলা ভোটার ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। উল্লেখ্য আগামী ২১ শে জুন প্রথম বারের মতো সিসিক নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ