হজ ১ম ফ্লাইট শনিবার, শুক্রবার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Ayas-ali-Advertise
হজ ১ম ফ্লাইট
হজ ১ম ফ্লাইট
Facebook
Twitter
WhatsApp

জাতীয় সংবাদ ডেস্ক:: এ বছরের হজ উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আগামীকাল শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর হজ ১ম ফ্লাইট শনিবার থেকে শুরু হবে।

প্রথম ফ্লাইট বিজি ৩০০১ শনিবার (২০ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিবাগত রাত ৩টা  পনের মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ জন তী হজযাত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ বিভাগ) মোঃ মতিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছর হজ কার্যক্রম ভার্চুয়ালি শুরু হলেও এবার প্রধানমন্ত্রী  নিজে উপস্থিত থাকবেন। হজ কার্যক্রম শুরুর সময় হজযাত্রীদের পাশাপাশি গণমাধ্যমের সদস্যরাও উপস্থিত থাকবেন।

একই সঙ্গে হজযাত্রীদের যাতায়াতের জন‌্য হজ ক্যাম্পের ভেতরে ও বাইরের রাস্তা সংস্কারসহ ধোয়ামোছার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতিউল ইসলাম আরও জানান, কার্যক্রম উদ্বোধন এর পর শনিবার বিকাল তিনটা পনের মিনিটে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।

চাঁদ দেখা ভিত্ত্বিতে আগামী মাসের ২৭ জুন (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে পবিত্র হজ ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪