Search
Close this search box.

বিশ্বনাথে কুকুরের উৎপাতে অতিষ্ঠ গ্রামবাসী!

কুকুরের উৎপাতে
Feeling scared and afraid of dogs concept. Young stressed afraid man running from brown dog outdoors feeling scared and panic vector illustration
কুকুরের উৎপাতে
Feeling scared and afraid of dogs concept. Young stressed afraid man running from brown dog outdoors feeling scared and panic vector illustration
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে হাসের খামারের নামে পরিচালিত বিদেশেী কুকুরের খামারের কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উয়েছেন উপজেলার পুরান সিরাজপুর গ্রামবাসী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষ হতে বুধবার (১০ মে) উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

এলাকাবাসীর পক্ষে পুরান সিরাজপুর গ্রামের মৃত মনোহর আলীর পুত্র সেলিম আহমদের স্বাক্ষরিত এবং এলাকার আরও শতাধিক লোকের স্বাক্ষর সংযুক্ত ওই আবেদনে অভিযোগ করা হয়, পুরান সিরাজপুর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়ার হাঁসের খামার নামধারী একটি বিদেশী শিকারী কুকুরের খামার রয়েছে। আর ওই খামারের কেয়ারটেকারের দায়িত্বে রয়েছেন একই গ্রামের মৃত তবারক আলীর পুত্র তেরাব আলী। ওই খামারে দেশী-বিদেশী প্রজাতির ও হিংস্র প্রকৃতির ৪-৫টি কুকুর পালন করা হয়।

এসব কুকুর প্রতিদিন দুপুরে ছেড়ে দেন কেয়ারটেকারের দায়িত্বে থাকা তেরাব আলী। তখন কুকুরগুলো মানুষের হাঁস-মুরগি ও গরু-ছাগল কামড়িয়ে ফেলে। কুকুরের কামরে ইতিমধ্যে গ্রামের মানুষের অনেক হাঁস, মুরগি, গরু ও ছাগল মারা গেছে। এতে অতিষ্ঠ হয়ে হাঁস, মুরগি, গরু ও ছাগল পালন বন্ধ করে দিয়েছেন গ্রামের অনেক মানুষ। ওই খামারের পার্শ্ব র্তি দাখিল মাদ্রাসা ও স্কুলে ছাত্র-ছাত্রীরা যাওয়া আসার সময় এবং গ্রামের লোকজন যাতায়াতের সময় কুকুরগুলো তাদেরকে তাড়া করে। এমতাবস্থায় গ্রামের মানুষ আতংকিত।

এ বিষয়ে গ্রামবাসী শালিস বৈঠকের উদ্যোগ নিয়ে তা প্রত্যাখান করে গ্রামবাসীকে হুমকি দেন খামারের মালিক যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া ও কেয়ারটেকার তেরাব আলী। এমকি গ্রাম পঞ্চায়েতের লোকজনকে অভিযুক্ত করে আদালতে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। পালিত হিস্র কুকুরের আক্রমণ থেকে গ্রামবাসীকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আবেদন জানানো হয়।

এদিকে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন অভিযুক্ত তেরাব আলী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪