বিশ্বনাথ নিউজ২৪:: ফেসবুকের মূল কোম্পানি মেটা বাংলাদেশ থেকে বিজ্ঞাপন কার্যক্রম সীমিত করেছে। ফেসবুক এর বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল একটি বিবৃতিতে বলেছে যে বাংলাদেশ থেকে তহবিল স্থানান্তরে অসুবিধার কারনে তাদের কার্যক্রম সীমিত করতে হচ্ছে।
এই সিদ্ধান্তে ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়বেন বাংলাদেশি গ্রাহকরা। বিশেষ করে, ফেসবুক ভিত্তিক ব্যবসায় (এফ-কমার্স নামে পরিচিত) প্রতিষ্ঠানগুলোর সীমিত হয়ে যেতে পারে বিজ্ঞাপন কার্যক্রম।
এইচটিটিপুল বিজ্ঞাপন প্রচার সীমিত করার কারণ হিসাবে ডলার সংকট এবং বিদেশে রেমিট্যান্স পাঠানোয় অসুবিধার কথা জানিয়ে গ্রাহকদেরকে এক চিঠিতে উল্লেখ করেছে ।
এ সিদ্ধান্তে বাংলাদেশ এফ-কমার্স প্রতিষ্ঠানগুলো হতাশা প্রকাশ করেছে। এইচটিটিপিপুল বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর সানি নাগপাল বলেন, এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করার মতো কিছু করার নেই। সমস্যাটি দ্রুত সমাধান করার জন্য তারা আন্তরিকভাবে ডিজিটাল মাধ্যমে কাজ করে যাচ্ছেন ।