বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

Ayas-ali-Advertise
বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমানা বেগম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের আসমান মিয়ার মেয়ে ও স্থানীয় মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সোমবার (৩ এপ্রিল) এঘটনাটি ঘটে।

শিশুর পিতা আসমান মিয়া জানান, সোমবার দুপুরের দিকে মক্তব থেকে ঘরে ফিরে খাবার নিয়ে বসত ঘরে টেলিভিশন চালু করতে গিয়ে অসাবধানতা বসত বৈদ্যুতিক সার্কিটে স্পৃষ্ট হয় রোমানা। এসময় চিৎকার শুনে তার মা ও অন্যান্যরা এসে ঘরের মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করেন। এর আগেই নিস্তেজ হয়ে পড়ে রোমানা।

এরপর রোমানাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪