বিশ্বনাথনিউজ২৪ :: প্রতিবছরের ন্যায় এবছরও পবিত্র রামাদ্বান মাস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব তাহির আলী মিলিটারী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫মার্চ) উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁও গ্রামের ৬৫ পরিবারের সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও এক্সেলসিয়র সিলেটের এমডি মো. আহমদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু ও বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের সহ আইন বিষয়ক সম্পাদক মতিউল ইসলাম।