বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আর এ ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার দশঘর ইউনিয়নের মাছুখালি বাজারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর সভাপতিত্বে সংগঠক ডা. বিভাংশু গুণ বিভুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, প্রাক্তন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এমএ কুদ্দুছ চৌধুরী।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলী আশরাফ ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. ফরিদ আহমদ।
ক্যাম্পের স্পন্সর করেন যুক্তরাজ্য প্রবাসী মো. ফারুক মিয়া, আবদুল ওয়াদুদ, মোহাম্মদ তৈয়ব আলী চৌধুরী।