Search
Close this search box.

‘মানবতার ফেরিওয়ালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন
মোড়ক উন্মোচন
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোক্তার আলীর জীবন-কর্ম নিয়ে সম্পাদিত ‘মানবতার ফেরিওয়ালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সিলেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সিলেট সেন্ট্রাল ইউমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ।

সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন চিত্রশিল্পী আব্দুল মান্নান এবং স্বাগত বক্তব্য রাখেন ‘মানবতার ফেরিওয়ালা’ গ্রন্থের সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন।

সংগঠক এম আলী হোসাইনের পরিচালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্ল্যাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, সংগঠক অধ্যাপক সিরাজুল হক, অ্যাডভোকেট আব্দুল মালিক, এখলাছুর রহমান এখলাছ, জুবের আহমদ সার্জন, এখলাছুর রহমান।

মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন সংগঠক নাসির উদ্দিন, মাহফুজুল আলম, মিনহাজ মিয়া, কয়ছর আলী, ইয়াহিয়া আহমদ, জামিল আহমদ, গীতিকার হাবিব উল্লাহ, রিমা বেগম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪