Search
Close this search box.

বিশ্বনাথে নব জোয়ার যুব সংঘের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নব জোয়ার
নব জোয়ার
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কর্মকলাপতি-মাধবপুর গ্রামে নব জোয়ার যুব সংঘের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (১২ মার্চ) রাতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

বক্তব্যে তিনি বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের মাধ্যমে যে কোন কটিন কাজ সহজভাবে করা যায়। ঐক্য থাকার কারণে আজ নব জোয়ার যুব সংঘ ভাল ভাল কাজ করতে পারছে। অল্প দিনে সংগঠনের মাধ্যমে এলাকার দৃশ্য পাল্টে দিয়েছে। এসব হয়েছে প্রত্যেকের দায়িত্বশীল ভ‚মিকা থাকায়। তিনি বলেন, এসব সংগঠন আজীবন বেঁচে থাকবে মানুষের অন্তরে।

যুব সংঘের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সবুজের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক কার্যকরী সদস্য কবির আহমদ কুব্বার, যুব সংঘের উপদেষ্টা আবিদ হোসেন রুম্মান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ফখরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বুরহানুল ইসলাম জাবেদ, সহসভাপতি হাফিজ শামছুল ইসলাম ও অর্থ সম্পাদক আসাদুজামান নাহিদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংঘের সদস্য মোহাম্মদ ওমর ফারুক।

অনুষ্ঠানে মাধবপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুন নূর, গ্রামের মুরব্বী সুয়েব আহমদ, মাওলানা আব্দুল কাদির, আব্দুল হাসিম, মুয়াজ্জিন মিয়া, গিয়াস মিয়া, শওকত মিয়া, ফজর আলী, জমির আলী, সোনাফর আলী, ফয়জুর রহমান শিশু, হুমায়ুন কবির, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুছ, আব্দুল খালিক, এনাম মিয়া, চমক মিয়া, ইছাক আলী, তখত আলী, মালেক মিয়া, আলকাছ মিয়া, রুহেল আহমদ, তোরাব আলী, কাছা মিয়া, সংঘের উপদেষ্টা মামুন কবির, ইমরানুর রহমান, সাজ্জাদুর রহমান, রাসেল আহমদ, আজিজুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪