নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলার দেওকলস ইউনিয়নের আল-ফালাহ একাডেমি অ্যান্ড প্রিন্সিপল উইমেন্স কলেজের শিক্ষক নাকিব খান নিহত হয়েছেন। তিনি স্হানীয় ইউনিয়নের মাইজগ্রাম গ্রামের আকিক খাঁনের পুত্র। বুধবার (৮ মার্চ) রাত ৮টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ময়নাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নাকিব খান মায়ের সঙ্গে দীর্ঘদিন যাবৎ দেওকলস ইউনিয়নের কামালপুর গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে আসছেন। বুধবার সন্ধ্যার তিনি নিজ মোটরসাইকেলে বাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরে যাচ্ছিলেন। এরপর বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ময়নাগঞ্জ এলাকায় পৌঁছামাত্র সড়কের উপরে রাখা বালুতে তার মোটরসাইকেলটি স্লিপ করলে তিনি দুর্ঘটনার শিকার হন। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় স্হানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।