বিশ্বনাথনিউজ২৪ :: ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তাওহিদা। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি পৌদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও অংলকারি গ্রামের হাফিজ আবদুল মন্নান ও সলমা বেগম দম্পতির প্রথম কন্যা।
তার এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছে তার পরিবার ও শিক্ষক-শিক্ষার্থীরা। তাওহিদার ইচ্ছে বড় হয়ে সে দেশ সেবায় আত্মনিয়োগ করতে চায়। সে একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সকলের দোয়া চেয়েছেন তাওহিদার মা-বাবা।