Search
Close this search box.

বিশ্বনাথে ফের মাঠে গড়াচ্ছে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’

লক্ষ টাকার ফুটবল
লক্ষ টাকার ফুটবল
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসীদের অর্থায়নে সিলেটের বিশ্বনাথে ৩য় বারের মত মাঠে গড়াচ্ছে ‘লক্ষ টাকার ফুটবল টুণামেন্ট’। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের পুরান বাজারের এমএ মজনু ফোরাম কার্যালয়ে গণমাধ্যকর্মীদের সাথে মতবিনিময় সভা ডেকে এমনটি জানিয়েছে টুর্ণামেন্টের আয়োজক উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি।


সভায় জানানো হয়, অতি শিগগিরই বিশ্বনাথ পৌরশহরের শিমুলতলা গ্রামের ফুটবল মাঠে পর্দা উঠবে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ৩য় আসরের। এবারের টুর্ণামেন্টে অংশ নিবে সিলেট বিভাগের ৮টি দল। ১ম ও ২য় আসরের মত ৩য় আসরও সফলভাবে সম্পন্ন করতে বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করেছে টুর্ণামেন্ট আয়োজনকারী সংগঠন।


উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন সিনিয়র সহসভাপতি বাবরুছ আহমদ, হাফিজ খান, আলমগীর হোসেন, সহসাধারণ সম্পাদক হেলাল আহমদ, অর্থ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক নাজির আহমদ, প্রচার সম্পাদক ওয়াসিম উদ্দিন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ খলিল, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, ফুটবলার জসিম উদ্দিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ