খাজাঞ্চীতে ব্রিটেনের কাউন্সিলর আয়াস মিয়া সংবর্ধিত

Ayas-ali-Advertise
কাউন্সিলর আয়াস মিয়া
কাউন্সিলর আয়াস মিয়া
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ : ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস্’র সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর, ওয়ান পাউন্ড হসপিটালের সেক্রেটারী মো. আয়াস মিয়াকে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নবাসীর পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় ইয়াহ্ইয়া কনভেনশন সেন্টারে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা শানুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলর মো. আয়াস মিয়া বলেন, আমি বিশ্বনাথের সন্তান। বিশ্বনাথে সম্মান যাতে অক্ষুন্ন রেখে বাকিটা জীবন আমি চলতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি সেজন্য সকলের দোয়া চাই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়াহইয়া কনভেনশন সেন্টারের সত্ত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মাহবুব মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, সংগঠক আব্দুল হক, আজিজুল ইসলাম মনর প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪