বিশ্বনাথনিউজ২৪ : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে ‘প্রাথমিক শিক্ষা পদক’ (ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং) প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে। স্থানীয় কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫২ টি ইভেন্টে ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮শত শিক্ষার্থী অংশগ্রহন করে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও তালিবপুর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মাহবুব মিয়া।
বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশ ঘঠায়। বর্তমান সরকার কোমলমতি শিশুদের এরকম একটি সুযোগ সৃষ্টি করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
স্বাগত বক্তব্য রাখেন রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ হ ম গোলাম রব হাসনু।
অনুষ্টানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককদের মধ্যে উপস্থিত ছিলেন রাতুল চন্দ্র তালুকদার, সুভাষ দাস, বনানী ঘোষ, অনীমা চন্দ, রেখা দাস, শক্তি রানী, জয়ন্তী রায়, শাহনাজ পারুল, গোপাল রঞ্জন গোস্বামী, বীথি রানী তালুকদার, প্রীতি রানী, আব্দুস শহীদ, আয়শা বেগম, প্রমিলা রানী দাস, নুরজাহান বেগম, জ্যোতিকা ভট্টাচার্য, কন্টু মালাকার, হোসনা বেগম, হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াইছ মিয়া, সাবেক প্রধান শিক্ষক নজমুল হক প্রমুখ।
খেলা পরিচালনা ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক সুহেল মিয়া, আলীম উদ্দিন, মুরাদ আজিজ জগপু, আলীম উদ্দিন, শাহীন মিয়া, তপতী সরকার, পলি রানী রায়, শাহীন মিয়া, আবু সায়েম, তমা, শাওন তালুকদার, শিপন দাস, ইমরান আহমদ, রত্না চন্দ, বদরুল হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুস সামাদ, রাহিমা বেগম, শক্তি রানী, রেবা রানী, ফারহানা বেগম, শ্যামলা, শিল্পী বেগম, তানিয়া জাহান, লিলা রানী ও ইমরানা বেগম।