সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাজ্যের মিডল্যান্ড শাখার সভাপতি লোকমান চৌধুরী সাধারণ সম্পাদক আছকর উদ্দিন (দুলু), সহসভাপতি জালাল আহমদ, খালেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ এখলাছ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আকমল হোসেন ২৬ ডিসেম্বর (সোমবার) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।-প্রেস বিজ্ঞপ্তি