আন্তর্জাতিক খবর ডেস্ক:: ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর হামলায়, গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার দেশটির পুলিশের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসি সূত্রে জানা যায়, প্যারিসের গারে দে লা’স্টের কাছে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের নিকট এ ঘটনাটি ঘটেছে । হামলায় জড়িত থাকা সন্দেহে পুলিশ ৫৯ বছর বয়সী একজনকে টিক ঘঠনার পর গ্রেপ্তার করা হয়েছে।
ফরাসি কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীর উদ্দেশ্য স্পষ্ট নয়। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
একজন দোকানদার এএফপিকে বলেন, তিনি সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দোকান বন্ধ করে ভেতরে অবস্থান নেয়।