Search
Close this search box.

বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র হলেন কাউন্সিলর রফিক মিয়া

প্যানেল মেয়র
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নিউজ২৪:: সিলেটের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পৌরসভার প্যানেল মেয়র নির্বাচনের লক্ষে এক বিশেষ সাধারণ সভা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসস্মতিক্রমে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রফিক মিয়াকে প্রথম প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। রফিক পৌরসভার ৫নং সাধারণ ওয়ার্ডের মিরেরচর গ্রামের মরহুম জবেদ আলীর কনিষ্ঠ পুত্র। এরপূর্বে রফিক উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার ও প্রথম প্যালেন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসস্মতিক্রমে পৌরসভার ১নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াছমিনকে দ্বিতীয় প্যানেল মেয়র এবং ৩নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমনকে তৃতীয় প্যানেল মেয়র নির্বাচিত করা হয়। সাবিনা ইয়াসমিন ২নং সাধারণ ওয়ার্ডের পূর্ব জানাইয়া গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী ও মোহাম্মদ সুমন ৩নং সাধারণ ওয়ার্ডের কারিকোনা গ্রামের রইছ আলীর পুত্র।

প্যানেল মেয়র নির্বাচন সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডের সাবিনা ইয়াছমিন, ২নং ওয়ার্ডের রাসনা বেগম, ৩নং ওয়ার্ডের লাকী বেগম এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডের রাজুক মিয়া রাজ্জাক, ২নং ওয়ার্ডের ফজর আলী, ৩নং ওয়ার্ডের মোহাম্মদ সুমন, ৪নং ওয়ার্ডের মুহিবুর রহমান বাচ্ছু, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রফিক মিয়া, ৬নং ওযার্ডের বারাম উদ্দিন, ৭নং ওয়ার্ডের জহুর আলী, ৯নং ওয়ার্ডের শামীম আহমদসহ পৌর প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত