বিশ্বনাথনিউজ২৪ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে তৃতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ ফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালের মঞ্চ যেন সাজানো ছিল শুধুমাত্র এ সময়ের বিশ্বে অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্যই।
শিরোপা নিয়েই বাড়ি ফিরছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচটি ছিল দুই আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও অ্যাংহেল ডি মারিয়ার শেষ বিশ্বকাপ ম্যাচ। ফলে এই ম্যাচ ছিল আর্জেন্টাইনদের কাছে বেশ গুরুত্ববহ।
বর্ণাঢ্য ক্যারিয়ারে আট বছর আগে ফাইনালে গিয়েও মেসির হাতে বিশ্বকাপের শিরোপা উঠেনি। সেই স্বপ্ন আজ পূরণ হলো।