বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়-দরিদ্র ও প্রতিবন্ধি পরিবারের ৪ শতাধিক ব্যক্তিকে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক কাজী মাসুম।
বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল কাশেম মেম্বার, ৬নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন, ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার রোসনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সচিব নারায়ণ দেবনাথ।