নয়াপল্টনে বিএনপির সমাবেশ হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল

Ayas-ali-Advertise
বিএনপির সমাবেশ
বিএনপির সমাবেশ
Facebook
Twitter
WhatsApp

দলের মহাসচিব মির্জা ফহরুল ইসলাম আলমগীর বলেন, ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ হবে। তবে গ্রহণযোগ্য বিকল্প ভেন্যুর প্রস্তাব দিলে তা বিবেচনা করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফহরুল এ মন্তব্য করেন।

দলীয় কার্যালয় পুলিশ ঘেরাও করে রেখেছে, এমতাবস্থায় সেখানে সমাবেশ কীভাবে হবে- এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফহরুল বলেন, আমরা সমাবেশ করব বলে স্পষ্ট জানিয়েছি। শেষ পর্যন্ত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের এ সমাবেশে থাকব। এই সমাবেশকে শান্তিপূর্ণ করার দায়িত্ব সরকারের। আমাদের সভাস্থলে যেতে হবে। এর পর জনগণ সিদ্ধান্ত নেবে কী হবে।


সরকারের উদ্দেশে ভাষণে তিনি বলেন, অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, গুম ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, গ্রেফতারের নামে হয়রানি ও তল্লাশি বন্ধ করতে হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪