বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের পানসি ও পাঁচভাইসহ ৪ রেস্তোরাকে পরিবেশগত অনুমতির শর্ত ভঙ্গ করার অপরাধে বড় অংকের জরিমানা করেছে পরিবেশ মন্ত্রণালয় ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ের সিলেট আঞ্চলিক কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পানসি ও পাঁচভাইসহ আর ৪ রেস্তোরাকে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে সিলেট নগরীর শাহজালাল উপশহরের প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে এক লাখ টাকা, দক্ষিণ সুরমার কদমতলিস্টের পানসী রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা, পানসী রেস্টুরেন্টের জিন্দাবাজার শাখাকে ৪০ হাজার টাকা এবং জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলমগীর ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুনানি শেষে অভিযান পরিচালনা করেন।
জরিমানাকালে উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. মোহাইমিনুল হক ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারী।