বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও বাস-মিনিবাস শ্রমিক সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-বৈরাগী-লামাকাজী-টুকেরবাজার শাখার সভাপতি ফজর আলীকে শ্রমিক সংগঠনের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) রাতে পৌর শহরের নতুন বাজারে সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-বৈরাগী-লামাকাজী-টুকেরবাজার শাখার উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়।
বিশিষ্ট মুরব্বি মঞ্জুর আলীর সভাপতিত্বে ও লালাবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম মনির’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ২নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও বাস-মিনিবাস শ্রমিক সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-বৈরাগী-লামাকাজী-টুকেরবাজার শাখার সভাপতি ফজর আলী।
বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বাস-মিনিবাস শ্রমিক সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-বৈরাগী-লামাকাজী-টুকেরবাজার শাখার সাবেক সভাপতি তফুর আলী, শাহজাহান মিয়া, শ্রমিক নেতা আলী হোসেন, এস এম আনিসুর রহমান, জামাল উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুস সালাম।
অনুষ্ঠানে বাস-মিনিবাস শ্রমিক সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর শাখার সহসভাপতি সঞ্জু দেব, সাবেক সহসভাপতি ইরন মিয়া, সহ সম্পাদক আব্দুস শহিদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, সহ সম্পাদক, আছলু মিয়া, কোষাধ্যক্ষ সুন্দর আলী, সদস্য আনোয়ার আলী, পানসুর আলী, আয়াছ আলী, বাবুল মিয়া, তেরার আলী, আলী হোসেন, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মরম জিন্না, ব্যবসায়ী তছলিম আলী, সালমান আহমদ রব্বানী, সিরাজ আলী প্রমুখ।