বিশ্বনাথনিউজ২৪ :: ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন। ক্ষমতাসীনদল সহ প্রত্যেক প্রার্থীরাই শেষ নির্বাচিন জনসভা ও মিছিলে মিছিলে মুখরিত করেছেন পুরো বিশ্বনাথ শহর ও শুনিয়েছেন উন্নয়নের বাণী ও নির্বাচনী বাণী। এরই ধারাবাহিকতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত ও উলামা-মাশায়েখ সমর্থিত মেয়র পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ এর খেজুর গাছ প্রতিকের সমর্থনে শেষ নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে পৌর এলাকার নয়টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে জড়ো হন। জনসভা শেষে বিশাল প্রচারণা মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ শহরগুলো প্রদক্ষিণ করে। সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারে শেষ নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়।
জনসভায় মেয়র পদপ্রার্থী শিব্বির আহমদ বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ শহর উপযুক্ত উন্নয়ন থেকে বঞ্চিত। পৌরসভায় নেই ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা। নির্বাচীত হলে এসকল উন্নয়নের পাশাপাশি পৌরবাসীর শিক্ষা, চিকিৎসা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা নির্ধারণ, বাসিয়া নদী সুরক্ষা, অবৈধ্য স্থাপনা উচ্ছেদসহ সুন্দর, পরিচ্ছন্ন, উন্নয়নশীল মডেল পৌরসভা গড়ে তুলবেন। সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মাওলানা কামরুল ইসলাম ছমীর’র সভাপতিত্বে এবং মাওলানা আব্দুস সোবহান, মাওলানা হাফিজ শাহেদ আহমদ ও মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তায়্যিবুর রহমান চৌধুরী, জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, লামাকাজী মাদ্রাসার মুহতামীম মুফতী মঈন উদ্দিন, জামিয়া মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ হুসাইন আহমদ, সিলেট জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর জমিয়ত নেতা মাওলানা সায়্যিদ সালিম আহমদ ক্বাসিমী, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল মতিন, জমিয়ত নেতা কাজী আমিন উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, উপজেলা ইসলামি আন্দোলনের দায়িত্বশীল হাফিজ মাহমুদুল হাসান হাশমত, মাওলানা ফখরুদ্দিন আহমদ, মুরব্বী কবির আহমদ, যুব জমিয়ত নেতা মাওলানা রুহুল আমীন নগরী, উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাসান বিন ফাহিম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুর রহমান মিলাদ প্রমুখ।