বিশ্বনাথে হ্যাঙ্গার প্রতীকের সমর্থনে উঠান বৈঠক

Ayas-ali-Advertise
বিশ্বনাথে হ্যাঙ্গার প্রতিকের সমর্থনে উঠান বৈঠক
বিশ্বনাথে হ্যাঙ্গার প্রতিকের সমর্থনে উঠান বৈঠক
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ পৌরসভার স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জালাল উদ্দিনের ‘হ্যাঙ্গার’ প্রতীকের সমর্থনে শনিবার (২২ অক্টোবর) রাতে আনরপুর-বিশঘর গ্রামের মৃত: নূরুল ইসলামের বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রবীণ মুরব্বী হাজী সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সংগঠক আইন উদ্দিনের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্যে মেয়র পদপ্রার্থী জালাল উদ্দিন বলেন, আমি অতিতে দুইবার বিশ^নাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ নেই। আমি মেয়র নির্বাচিত হলে সততার সাথে দায়িত্ব পালন করবো এবং বিশ^নাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করবো।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক জয়নাল আবেদীন, ফরিদ মিয়া, খালিছ মিয়া, আব্দুল কাদির, আমির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সৎ ও যোগ্য একজন মেয়র প্রার্থী হলেন জালাল উদ্দিন। জালাল উদ্দিনের মেয়র হওয়ার যোগ্যতা রয়েছে। যোগ্য মানুষ হিসেবে জালাল উদ্দিনের হ্যাঙ্গার প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। এসময় উপস্থিত হ্যাঙ্গার প্রতীকের সমর্থকেরা হাত উচিয়ে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪