নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবারকে একটি কম্পিউটার উপহার দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মো. তোতা মিয়া। তিনি বিশ্বনাথ উপজেলার বাওয়ানপুর গ্রামের ইন্তাজ উল্লা ইউনুছ আলীর পুত্র।
কম্পিউটার প্রদান করায় বীর মুক্তিযোদ্ধা মো. তোতা মিয়ার প্রতি বিশ্বনাথ নিউজ পরিবারের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পোর্টালের সাথে জড়িত সাংবাদিকবৃন্দ।
এক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা মো. তোতা মিয়া বলেন, ‘জাতির বিবেক সাংবাদিকরা সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। দেশ ও বিদেশে বিশ্বনাথের সাংবাদিকদের সুনাম রয়েছে। বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে আরও এগিয়ে যাবে বিশ্বনাথ নিউজ। পোর্টালের অগ্রযাত্রায় আমি শামিল হতে পেরে খুবই আনন্দিত।’