বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের দক্ষিণ মশুলা (জানাইয়া) এলাকার শাহ মো: আমির উদ্দিন নামের এক ব্যক্তি ভোটার তালিকায় তার নাম গোপন করে অভিনব পন্থায় যুক্তরাজ্য প্রবাসী আপন বড় ভাইয়ের নামে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এমন অভিযোগ রির্টানিং কর্মকর্তার কাছে দাখিলের পরও তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার।
অভিযোগে উল্লেখ করা হয়, দক্ষিণ মশুলা (জানাইয়া) গ্রামের মোঃ রইছ আলীর দ্বিতীয় পুত্র মো: কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে স্ব-পরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। তার ছোট ভাইয়ের নাম শাহ মোঃ আমির উদ্দিন। তিনি এলাকায় ও একাডেমিক রেকর্ডপত্রে শাহ মো: আমির উদ্দিন নামে পরিচিত। কিন্তু ভোটার তালিকায় তিনি শাহ মো: আমির উদ্দিন এর পরিবর্তে বড়ভাই মোঃ কামাল উদ্দিন নামে ভোটার তালিকায় অন্তভুক্ত হন। আর ভোটার তালিকা অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৪২ সালের ২৫ ফেব্রুয়ারী। কিন্তু প্রকৃত পক্ষে তার বয়স আনুমানিক ৩৭ বছর হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ০৫/১১/২০১৩ ইং তারিখে ইউনিয়ন পরিষদের প্যাডের একটি প্রত্যয়নপত্রেও তার নাম শাহ মো: আমির উদ্দিন, এছাড়াও তার ফেসবুক আইডিতেও শাহ মো: আমির উদ্দিন, জেলা ও উপজেলা যুবদলের প্যাডে শীল স্বাক্ষরেও একই নাম। বিশ্বনাথ থানার মামলা নং-৮, তারিখ ০৭/০১/২০১৫ইং, মামলা নং ১৮, তারিখ ২৭/১১/২০১৫ইং, মামলা নং-৮, তারিখ ০৯/১২/২০১৫, মামলা নং-০৬, তারিখ ০৬/০৭/২০১৬ইং, দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৪, তারিখ ২৬/১১/২০১৩,। এসব মামলার রেকর্ডপত্রে শাহ মো: আমির উদ্দিন আসামি ছিলেন এবং আদালতে এসব মামলার হাজিরাও দিচ্ছেন।
এলাকাবাসির অভিযোগ, আমির উদ্দিনের বড় ভাই কামাল উদ্দিনের নাম, ভোটার নং ব্যবহার করে অভিনব কায়দায় আমির উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ে অতি কৌশলে বৈধ ঘোষনা করা হয়। তার মনোনয়নপত্র বাতিলের জন্য সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্হানীয় বাসিন্দা কয়েছ আহমদ।
মশুলা গ্রামের ইউপি সদস্য ইউনুছ আলী বলেন, ‘শাহ মোঃ আমির উদ্দিনের বড় ভাই মো: কামাল উদ্দিন যুক্তরাজ্যে থাকেন। শুনেছি তার বড় ভাইয়ের নামে সে মনোনয়নপত্র দাখিল করেছে।’
একই ওয়ার্ডে সাবেক মেম্বার নুরুল হক বলেন ‘মো: কামাল উদ্দিন লন্ডনে থাকেন। আর শাহ আমির উদ্দিন কামাল উদ্দিনের ছোট ভাই। আমিও শুনেছি নির্বাচন করতে সে তার ভাইয়ের নামে মনোনয়পত্র দাখিল করেছে।’
কাউন্সিলর পদপ্রার্থী মৃত ইন্তাজ আলীর পুত্র নাজিম উদ্দিন বলেন, ‘আমির উদ্দিনের ভাই মো: কামাল উদ্দিন। আমির উদ্দিন আমার কেইছ পাটনার। তিনি আমির উদ্দিন নামে কোর্টে হাজিরা দিচ্ছেন।
এ ব্যাপারে শাহ মো: আমির উদ্দিন বলেন, ‘আমি শাহ মো: আমির উদ্দিন নামে সবার কাছে পরিচিত হলেও ভোটার তালিকায় আমার নাম মোঃ কামাল উদ্দিন। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। তাছাড়া কামাল উদ্দিন নামে আমার কোন ভাইও নেই। একটি পক্ষ আমাকে ঘায়েল করতে মিথ্যা অভিযোগ করেছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সারওয়ার হোসেন বলেন, ‘শাহ আমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে মনোনয়নপত্র যাচাইয়ের পর। তাই আমরা কোন ব্যবস্থা নিতে পারিনি। এটা আপিল বিভাগে শুনাননির জন্য পরামর্শ দেয়া হয়েছে।’