বিশ্বনাথনিউজ২৪::: সিলেটের বিশ্বনাথে সেরা প্রতিষ্ঠান ইউ’কে ইয়ুথ ইন্সটিটিউটের ইংরেজী ভাষা ও কারিগরি শিক্ষা বিষয়ক এক ফ্রি সেমিনার অনুষ্টিত হয়েছে । রবিবার (৯ অক্টোবর) বিশ্বনাথ পৌরশহরের সেবা কমিউনিটি সেন্টারে এই সেমিনার অনুষ্টিত হয়।
উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছয়শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ গ্রহন করেন।
সেমিনারে ইংরেজী শিক্ষা বিষয়ে আলোচনা করেন ইউ’কে ইয়ুথ ইন্সটিটিউটের শিক্ষক ফারহান আহমদ, ফোনেটিক নিয়ে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইউ’কে ইয়ুথ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহফুজুল ইসলাম কল্লোল ও কম্পিউটার বিষয়ক আলোচনা করেন শিক্ষক হক জিয়াউল।
আলোচনা শুরুতে কোরান থেকে তেলায়াত করেন হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউ’কে ইয়ুথ ইন্সটিটিউটের পরিচালক জামাল উদ্দিন, শিক্ষক জমির আহমদ, সিতাব আলী, সালেহ আহমদ, লিমা বেগম, আমিনা বেগম, নাইম আহমদ প্রমুখ।