পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১-তে।
তবে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আত্রাই ও পুনর্ভবা নদী থেকেও ভাসমান লাশ উদ্ধার হয়েছে।
গতকাল সোমবার রাত ৯টা পর্যন্ত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে বোদার ২৯ জন, দেবীগঞ্জের ১৮ এবং আটোয়ারী, পঞ্চগড় সদর ও ঠাকুরগাঁও সদরের একজন করে রয়েছেন।
এর আগে গত রোববার দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের করতোয়া নদীতে যাত্রীবাহী একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে এখনো তৎপরতা চলছে।