Search
Close this search box.

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১

Facebook
Twitter
WhatsApp

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১-তে।

তবে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আত্রাই ও পুনর্ভবা নদী থেকেও ভাসমান লাশ উদ্ধার হয়েছে।

গতকাল সোমবার রাত ৯টা পর্যন্ত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে বোদার ২৯ জন, দেবীগঞ্জের ১৮ এবং আটোয়ারী, পঞ্চগড় সদর ও ঠাকুরগাঁও সদরের একজন করে রয়েছেন।

এর আগে গত রোববার দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের করতোয়া নদীতে যাত্রীবাহী একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে এখনো তৎপরতা চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ