কেন্দ্রীয় কারাগারে থাকা যুদ্ধাপরাধী গিয়াস উদ্দিন খান (৮০) নামে এক কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে । অসুস্থতার কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কেন্দ্রীয় কারাগারে থাকা যুদ্ধাপরাধী আসামি গিয়াস উদ্দিন খান। এর আগেও তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দুই দিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিলে কারাগারে আনা হয়। এরপর আবার অসুস্থ হলে আজ তাকে ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।