নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের ওয়েস্টউড ক্রিকেট ক্লাবের সভাপতি, সমাজসেবক, ক্রীড়ানুরাগী রাজু মিয়াকে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সর্বস্তরের বিশ্বনাথবাসীর ব্যানারে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রবাসী রাজু মিয়া।
সংবর্ধিত অতিথির বক্তব্যে রাজু মিয়া বলেন, খেলাধুলা আমার রক্তের শিরা-উপশিরায় মিশে আছে। তাই সবসময় খেলার সাথেই নিজেকে সম্পৃক্ত রাখি। দূর প্রবাসে থাকলেও দেশের প্রতি আলাদা টান রয়েছে। তিনি আরো বলেন, বিশ্বনাথের ফুটবলাঙ্গন অনেক এগিয়ে। আরও এগিয়ে নেওয়ার জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন, আর এতে আমারও অংশগ্রহন অব্যাহত থাকবে।
বিশ্বনাথ খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, ব্যবসায়ী নজরুল ইসলাম, বিশ্বনাথ মানবাধিকার কমিশনের সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মুমিনুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ধারাভাষ্যকার আল-তাহমিদ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি লোকমান মিয়া, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, সদস্য জসিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী শাহ ফয়ছল আহমদ, আব্দুস সামাদ, সাইদুর রহমান, ফুটবলার জসিম, আতিক আলী, অন্তর প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।