Search
Close this search box.

জাপানে ঘূর্ণিঝড়ের তাণ্ডব : বন্যা, ভূমিধসে নিহত ২

Facebook
Twitter
WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক:::  কয়েক দশকের মধ্যে জাপানে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ‘নানমাদোল’ সবচেয়ে বিধ্বংসী। এর আঘাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে বন্যা ও ভূমিধস হবে বলে সতর্কবার্তায় জানিয়েছিল দেশটির আবহাওয়া বিভাগ।

গত রোববার কিউশু দ্বীপে নানমাদোলের আঘাতে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত দুজন নিহত ও কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সংবাদ সংস্থা এনএইজকের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের একজন মাটিচাপা পড়ে এবং অপরজন গাড়িসহ বন্যার পানিতে ডুবে মারা গেছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন একজন। আহত হয়েছেন অন্তত ৮৭ জন।
ঘণ্টায় ২৩৪ কিলোমিটার বেগে আঘাত হানে নানমাদোল। আগামী ২৪ ঘণ্টায় আরও ৪০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঝড়ের আঘাতে বহু বাড়িঘর, রাস্তাঘাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় সাড়ে তিন লাখ বাড়ি।

কিউশু দ্বীপে আঘাত হানার পর এটি দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। নানমাদোলের প্রভাবে এরই মধ্যে রাজধানী টোকিওতে প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে, বাতিল হয়েছে বিমানের ফ্লাইট।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪