নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, আমি সংসদেও বলেছি উন্নয়নের ক্ষেত্রে বিশ্বনাথের মধ্যে খাজাঞ্চী ইউনিয়নটি সবচেয়ে অবহেলিত। তাই পর্যায়ক্রমে অবহেলিত খাজাঞ্চী ইউনিয়নের কাঙ্খিত উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, প্রীতিগঞ্জ বাজার-পাকিছিরি-উত্তর বিশ্বনাথ হাইস্কুল সড়ক সংস্কার ও পাকাকরণের কাজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করব। আর আগামী ১৯ সেপ্টেম্বর ‘বিশ্বনাথ-খাজাঞ্চী-কামাল বাজার সড়ক’ সংস্কার কাজের টেন্ডার হবে।
তিনি রোববার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত ‘প্রীতিগঞ্জ বাজার-পাকিছিরি-উত্তর বিশ্বনাথ হাইস্কুল সড়ক’ দ্রুত পাকাকরণের লক্ষে পাকিছিরি গ্রামবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সৎপুর দারুল হাদিস কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও হাতিম চৌধুরী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়েজ আহমদ তাজিরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রেজারার আজম খান, জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হাসমত উল্লাহ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পাকিছিরি জামে মসজিদের ইমাম হাফেজ শায়েক আহমদ। সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল (এমএ) মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ক্বারী জমির উদ্দিন, পাকিছিরি গ্রামের ব্যবসায়ী মতিউর রহমান, চন্দ্রগ্রাম গ্রামের প্রবীণ মুরব্বী আশুতোষ চক্রবর্তী।
অনুষ্ঠানে লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, মেম্বার চমক আলী, সাবেক মেম্বার ফয়সল আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার বখতিয়ার আহমদ, পংকজ বিহারী দাস, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার ফুলমালা বেগম, প্রীতিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর, পাকিছিরি গ্রামের জসিম উদ্দিন, ফেরদৌস মিয়া, জালাল আহমদ, কছির আলী, মাসুক মিয়া, প্রবাসী গিয়াস উদ্দিন সামী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।