বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ৮০ জন খামারীদের মধ্যে ২০ কেজি করে দানাদার গো-খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা প্রাণীসম্পদ হলরুমে ওই খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস. এম. নুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক আব্দুস সালাম।
এসময় উপজেলা উপসহকারি প্রাণীসম্পাদক কর্মকর্তা সাদেকুল ইসলাম, উজ্জল কুমার অধিকারী, এলএফএফ গণেশ মহন্ত, শহিদুল্লাহসহ বিপুল সখ্যক খামারীরা উপস্থিত ছিলেন।