Search
Close this search box.

বিশ্বনাথে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিলেটের বিশ্বনাথ শাখার সম্মেলন-২০২২ সম্পন্ন হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান খানের সভাপতিত্বে ও মৌলভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন তালুকদারের পরিচালনায় সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মো. শহীদুজ্জামান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক প্রতাপ চক্রবর্তী।

আরও বক্তব্য রাখেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ, ভোগশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিয়া বেগম, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহার, ধলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত মালাকার, মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী বড়ুয়া, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন হেলালী, ছৈফাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী রানী রায়, হেকুরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ, বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দাশ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সহ সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাশ, সাংগঠনিক সম্পাদক মুরাদ আজিজ জগলু ও রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিম উদ্দিন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আবু সায়েম ও গীতা পাঠ করেন চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তি রানী দে।

উপস্থিত ছিলেন শাহজালাল পল্লী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা রানী দাশ, পুরান রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী চক্রবর্তী, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী দাশ, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা রানী দে, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা চন্দ্র নাথ, পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, দ্বীপবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝন্টু মালাকার, ধলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী বিভা,

বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল আলী, শাহীন আহমদ, আক্তার ফারুক, নানু মিয়া, আব্দুশ শহিদ, নূর ইসলাম, সুহেল মিয়া, শাহ মো. মুজাহির আলী, আছমা বেগম, সাজনা বেগম, ফারজানা বিনতে সিরাজ, লায়লা বেগম, নুরজাহান বেগম, বাহার বেগম, মাছুমা বেগম, নূরতাজ আরা জাহান শান্তা, নমিতা মালাকার, সুমতি রানী নাথ, আকলিমা জাহান, জাহানারা বেগম, রুহুল আমিন, নাজিম উদ্দিন, শাহানারা খানম, সেলিনা বেগম, শামীমা বেগম, সেলিনা আক্তার, স্বপ্না রানী দাশ, আয়েশা বেগম, সীমা দাশ, জাহাঙ্গীর আলী, সুপ্তা রানী পাল, মনোয়ারা বেগম, ইমরানা বেগম, বিপ্লব চন্দ্র দাশ প্রমুখ।

সম্মেলনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মো. নুরুজ্জামান খানকে সভাপতি ও সিরাজ আলীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ শাখার কমিটি গঠন করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত