Search
Close this search box.

আব্দুল মতলিব চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একজন কর্মী হিসেবে আমাদেরকেও শিক্ষার উন্নয়নে কাজ করে যেতে হবে। কারণ শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, শিক্ষা মানুষকে মাদকসহ সকল প্রকার অপরাধ থেকে দূরে রাখে। আর শিক্ষার উন্নয়ন হলেই কেবল মাত্র দেশ ও জাতি নিজেদের কাঙ্খিল লক্ষ্যে পৌঁছাতে পারবে।

তিনি মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আলম চৌধুরী অপু’র সভাপতিত্বে ও শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি সমসু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা তজম্মুল আলী, সামসুল ইসলাম সমুজ, লুৎফুর রহমান চৌধুরী, রাজু আহমদ খান, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, সংগঠক মোস্তাফিজুর রহমান চৌধুরী লিটন, মুহিব সিকদার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ইমাদ উদ্দিন।

এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত