Search
Close this search box.

পংকি খান ছিলেন একজন জনবান্ধব নেতা : আহমদ হোসেন

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, মুজিব আদর্শের দক্ষ সংগঠক পংকি খান ছিলেন একজন জনবান্ধব নেতা। যাঁর রাজনৈতিক ভিত্তি ছিলো অনেক শক্তিশালী, যে কারণে পংকি খানের সাংগঠনিক নেতৃত্বের সমান আর কেউ নেই। আর তাই পংকি খানের দক্ষ নেতৃত্বের কারণেই স্বয়ং প্রধানমন্ত্রী তাকে সভাপতি করে ছিলেন। নিজেকে প্রমাণের জন্য এর চেয়ে আর কি লাগে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। শেখ হাসিনার অধীনেই সকল দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের পালিয়ে যাওয়াতে বিএনপি হয়ে গেছে ড্রাইভার ছাড়া গাড়ির মতো। আর ড্রাইভার ছাড়া গাড়ি যেমন কেউ চড়তে চায়না নিজের জীবনের নিরাপত্তার জন্য, তেমনি নেতৃত্ব শূন্য হয়ে যাওয়া বিএনপিতে আস্থা নেই জনগণের।

তিনি রোববার (৩১ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আলহাজ্ব পংকি খান স্মরণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘নাগরিক শোকসভা’য় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, পংকি খান ছিলেন একজন দক্ষ-যোগ্য রাজনীতিবীদ, শালিস ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। পংকি খানের নেতৃত্বে বিশ্বনাথের সকল ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়েছে। পংকি খানের মৃত্যুতে বিশ্বনাথবাসী হারিয়েছেন নির্ভরযোগ্য বটবৃক্ষ, নিজেদের আস্তার আশ্রয়স্থল।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, মরহুম পংকি খানের সহোদর ফিরুজ খান, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম সাহিদ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের যৌথ পরিচালনায় নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য ও মহানগর কৃষক লীগের সহ সভাপতি শেখ আজাদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি,

বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।

নাগরিক শোকসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব ও গীতাপাঠ করেন লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য। শোকসভায় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত