Search
Close this search box.

বিশ্বনাথে সূচনার ‘সামাজিক সচেতনতামূলক সভা’

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের সূচনার উদ্যোগে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বিশ্বনাথ ‘আরডিআরএস বাংলাদেশ, সূচনা কর্মসূচি’র উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, সুস্থ সবল সন্তান প্রসবের জন্য মায়েদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে। আমাদের পরিবারগুলোকে ছোট রেখে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার মন-মানসিকতা তৈরী করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে, বিশেষ করে বাড়ির আঙ্গিনায় নিজেদের পরিবারের চাহিদা পূরণের লক্ষ্যে শাক-সবজির চাষ করতে হবে। গর্ভাবস্থায় মাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও চেকআপ করাতে হবে নিয়মিত।

উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সূচনার রামপাশা ইউনিয়ন কো-অডিনেটর তাজনীন সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুনির্মল বিশ্বাস, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল খয়ের, জামাল উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মিনা বেগম, ওয়াশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কবির হোসেন। সূচনার সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন স্বর্ণা বেগম (আমতৈল), স্বপ্না বেগম (রহমাননগর), খাদিজা বেগম (কাঠলীপাড়া)। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার ইমাম উদ্দিন, আবুল কাশেম, আজাদ মিয়া, নজরুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার আছারুন নেছা, রুশনা বেগম, ধ্রুবতারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪