নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের পীরবাড়ীর প্রবীণ মুরব্বি, হযরত আশরাফ শাহ (রহ.) এর ভাতিজা বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল ওয়াদুদ বিএসসি (৮০) আর নেই। বুধবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় রামধানা শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানের মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
মৃত্যুকালে আব্দুল ওয়াদুদ বিএসসি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।