নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সোমবার (১৮ জুলাই) মোহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার উদ্যোগে দুর্যোগ দুঃসময়ে মানবিক দায়বদ্ধতা ও উলামায়ে কেরামের অবদান প্রসঙ্গ ‘বন্যা’ ২০২২ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেছেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ট জীব। তাই জীবন ও জগতের কোন পরিস্থিতিকেই এড়িয়ে যেতে পারে না। সু-সময়ে যেমন পরস্পরের শান্তি ও সৌহার্দ বন্ঠন করেন তেমনি দুঃসময়েও সকলেই সকলের হয়ে যায়। এটাই মানবিক ধর্ম। মানুষ এ ব্যাপারে দায়বদ্ধ। বিশ্বনবী হযরত মেহাম্মদ (সা.) বলেছেন, তেমারা জৎতবাসীর প্রতি সদয় হও। আসমানের মানিক আল্লাহ তায়াতা তোমাদের প্রতি সদয় হবেন।
২০২২ সালের বন্যায় একটি মানবিক বাংলাদেশের অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এদেশের মানবিক ব্যক্তিবর্গ। বানভাসী মানুষের পাশে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে এসেছেন। এক্ষেত্রে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম-উলামারা বিরল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন।
এ ভয়াবহ বন্যা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবসৃষ্ঠ দুর্যোগ ও বলা যায়। নদী মাতৃক বাংলাদেশের চিরচেনা রুপ বদলে ফেলেছি আমরাই। খাল-বিল-নদী-নালা-জলাশয় ভরাট করে, দখল করে বাসা-বাড়ী বানিয়েছি। ফলে পানির প্রবাহ ও গতিধারা বাধাঁগ্রস্থ হয়েছে। নদ-নদীর তলদেশ পলি মাটিতে ভরে গেছে।
নদীর নাব্যতা নষ্ট হয়ে পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে বিপদসীমা অতিত্রম করছে। এমতাবস্থায় নদী মাতৃক বাংলাদেশে আসল চেহারায় ফিরে যেতে হলে নদ-নদী খনন অপরিহার্য হয়ে উঠেছে। বক্তারা সরকারকে এবিষয়ে তাৎক্ষনিকভাবে প্রদক্ষেপ না নিলে এভাবে প্রতি বছরই বন্যায় ডুবে যাওয়ার আশংকা করেছেন।
মোহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া মাদ্রসার মুহতামিম ও মাসিক আল-ফারুক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রফেসর ডক্টর মো. শাহ আলম। প্রবদ্ধ উপস্থাপনা করেন বিশ্বনাথ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রোকনুজ্জামান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের জীব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ শাহাদৎ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক শরিফ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা জহিরুল আলম, মোহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন ছাতক উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, মোহনগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আফিফ হাসান রাসেল, বিশ্বনাথ উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মুক্তার, অর্থ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, বিশ্বম্বরপুর উপজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শফিউল আলম, সংগঠক জাবেদ আহমদ।
আলোচনা সভার পূর্বে কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুল ফাত্তাহ। সংগীত পরিবেশন করেন মো. কামরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন মোহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলার উপদেষ্ঠা মাওলানা নুরুল ইসলাম।
সেমিনারে এসময় উপস্থিত ছিলেন মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রায়হান আহমদ, মাওলানা অলিউর রহমান হাসান, মাওলানা অলিউর রহমান, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা জামিল আহমদ, মাওলানা শহিদ আহমদ আদনান, হাফিজ লায়েক আহমদ, আব্দুল কাদির প্রমুখ।