নিজস্ব প্রতিবেদক :: এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই যেখানে ফেল করেছেন, সেখানে মেধার স্বাক্ষর রেখে ২য় স্থান অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের হাবিবুর রহমান আল হাসান।
তিনি ওই গ্রামের বিশিষ্ট আলেম, বুরাইয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু ছালেহ মো. নিজাম উদ্দিনের ছেলে ও ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
উল্লেখ্য, আজ মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ‘ঘ’ ইউনিটে ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন মাত্র ৬ হাজার ১১১ জন, যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক শতাংশ ৫৮। এর মধ্যে ২য় স্থান অর্জন করেন বিশ্বনাথের মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান আল হাসান।